ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুই মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে প্রধানমন্ত্রীর অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
দুই মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে প্রধানমন্ত্রীর অনুদান অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

ঢাকা: দুইজন মুক্তিযোদ্ধাসহ তিন জনকে ৬৭ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে তাদের হাতে অনুদানের চেক তুলেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে মুক্তিযোদ্ধা ও মুজিবনগর সরকারের কর্মচারী মো. ইয়াকুব হোসেন খানকে ২৫ লাখ টাকা এবং মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইমরানকে ১০ লাখ টাকার চেক অনুদান দেওয়া হয়। তাদের দু’জনকেই চিকিৎসার জন্য এ অনুদানের অর্থ দেওয়া হয়েছে।  

এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের স্ত্রী শিরিনা রহমানকে দেওয়া হয়েছে ৩২ লাখ টাকা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমইউএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad