ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় ১৩ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় ১৩ জেলের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা না মেনে মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে ১৩ জেলেকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে এই অপরাধে ১৭ জেলেকে আটক করে বরিশাল সদর নৌপুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বাকি চারজন মুচলেকায় মুক্তি পান।

এ দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ১৩ জনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি চার জনের বয়স ১৮ বছরের কম হওয়ায়, তাদের মুচলেকা রেখে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।

আটকের সময় তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০০ কেজি চাপিলা মাছ উদ্ধার করা হয়।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, নিষেধাজ্ঞা না মেনে মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরছিলেন জেলেরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নৌপুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমএস/এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad