ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৮৯ জনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৮৯ জনের জরিমানা

ঢাকা: ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পার হওয়ার অপরাধে ৮৯ জন পথচারীকে ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বিআরটিএ’র যৌথ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, নির্দিষ্ট স্থানে জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পার হওয়ার অপরাধে ৮৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়।

সেইসঙ্গে তাদের ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

মূলত জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রাজধানীতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।