ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
বাঘাইছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ২ চাঁদাবাজ আটক

রাঙামাটি: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের দুই চাঁদাবাজকে আটক করেছে যৌথ বাহিনীর একটি দল।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শুদ্ধজয় চাকমা (৪৫), রিকেল চাকমা (২৭)।

তারা দিঘীনালা উপজেলার ক্ষেত্রপুর ও মেরুং এলাকার বাসিন্দা।

বাঘাইহাট জোন অধিনায়ক লে. কর্নেল হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, ইউপিডিএফ’র কালেক্টররা শুকনাছড়ি এলাকায় চাঁদা আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ইউপিডিএফ’র দু’জন কালেক্টরকে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে একটি পিস্তল, ছয় রাউন্ড অ্যামুনিশন, একটি এলজি, চাঁদার রশিদ বই ১২টি ও চাঁদার আদায়কৃত ২৬৪১০ টাকা উদ্ধার করা হয়।

তাদের খাগড়াছড়ির দীঘিনালা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।