ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নুসরাত হত্যা: শাহাদাত শামীমের আরো ৩ দিনের রিমান্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
নুসরাত হত্যা: শাহাদাত শামীমের আরো ৩ দিনের রিমান্ড  শাহাদাত হোসেন শামীম

ফেনী: নুসরাত হত্যা মামলার এজহারভুক্ত অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমের আরো তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন।  

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক (ওসি) মো. শাহ আলম জানান, নুসরাত হত্যা মামলার আরো তথ্য উদঘটনে শাহাদাত হোসেন শামীমের পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। যদিও এর আগে হত্যার দায় স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দিয়েছিলেন।

এর আগে ১২ এপ্রিল শুক্রবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে শাহাদাত হোসেন শামীমকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হোসেন শামীম নূর উদ্দিন নুসরাত হত্যা মামলার তিন নম্বর আসামি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।