ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শপথ নিলেন বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যানরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
শপথ নিলেন বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যানরা

বরিশাল: বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে বরিশাল শহরের বিভাগীয় কমিশনার কার্যালয়ে পৃথকভাবে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় পর্যায়ের নবনির্বাচিত এসব প্রার্থীদের (জনপ্রতিনিধি) শপথবাক্য পাঠ করান বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, ডিজিএফআই’র পরিচালক কর্নেল জি এম শরিফুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলামসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

শপথ অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের তৃতীয় ধাপে ২৪ মার্চ ৩৮টি উপজেলার নির্বাচন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সেই ৩৮ উপজেলার ১১৪ জন বিজয়ী ঘোষিত জনপ্রতিনিধির (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান) শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৩৮ উপজেলা মধ্যে চেয়ারম্যান পদে বরিশালের গৌরনদী উপজেলায় সৈয়দা মনিরুন নাহার মেরী ও ভোলা জেলার মনপুরা উপজেলায় শেলিনা আকতার নারী হিসেবে রয়েছেন।  

তিনি আরো জানান, বিভাগের মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা, বরগুনার তালতলী উপজেলা ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিভিন্ন জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।