ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসচাপায় পথচারীর মৃত্যু, একবছর পর গ্রেফতার চালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
বাসচাপায় পথচারীর মৃত্যু, একবছর পর গ্রেফতার চালক বাসচালক মো. জসিম (মাঝে)

ঢাকা: রাজধানীর পল্লবীতে বেপরোয়া বাসচাপায় আতাউল ইসলাম নামে এক পথচারীর মৃত্যুর ঘটনায় একবছর পর পলাতক বাসচালক মো. জসিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২৪ এপ্রিল) দিনগত রাতে মিরপুর মডেল থানাধীন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) ঢাকার বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, গত বছরের ১২ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে পল্লবীর বাসস্ট্যান্ড এলাকায় অছিম পরিবহনের একটি মিনিবাস আতাউলকে চাপা দেয়।

এ ঘটনায় আতাউল গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে ঘাতক বাসচালক মো. জসিম বাসটি ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় ঢাকা মেট্রো ব-১১-৮৬৫৩ বাসের চালক মো. জসিমের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে পল্লবী থানায় একটি মামলা (মামলা নম্বর-৩৬) দায়ের করা হয়। তাৎক্ষণিকভাবে বাসটি আটক করলেও বাসচালক গ্রেফতার না হওয়ায় মামলাটি ব্যাপকভাবে তদন্তের জন্য আদালত পিবিআইকে নির্দেশ দেন।

তিনি বলেন, পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর) এসআই মো. ইদ্রিস আলী মামলাটি তদন্ত করে আসছিলেন। এ ধারাবাহিকতায় বুধবার রাতে ঘাতক বাসচালক চালক জসিমকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
পিএম/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।