ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীরে পুষ্টি থাকলে থাকা যাবে রোগমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
শরীরে পুষ্টি থাকলে থাকা যাবে রোগমুক্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রোগমুক্ত জীবন নিয়ে বেঁচে থাকতে হলে শরীরে পুষ্টির চাহিদা মিটাতে হবে। শরীরে পুষ্টি থাকলে তবেই থাকা যাবে রোগমুক্ত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী।

তিনি বলেন, বাংলাদেশে এক সময়ে পুষ্টিহীন শিশু, নারী ও পুরুষ দেখা গেলেও বর্তমানে তা হ্রাস পেয়েছে।

কেননা বর্তমানে মানুষ অনেক সচেতন, তাই এ সমস্যা কমে এসেছে।

ডেপুটি সিভিল সার্জন বলেন, অনেকে মনে করেন, পুষ্টি পেতে হলে ভাল এবং দামি খাবার খেতে হবে। কিন্তু আমি বলি দামি খাবার নয়, পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে। যেমন পেয়ারা, আম, কাঁঠাল, লিচু খাওয়া যেতে পারে। এছাড়া সবুজ শাক-সবজি এবং ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন তথা পুষ্টি রয়েছে।

রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিনোদ শিখর চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পার্বর্ত্যঞ্চলের প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহম্মেদ, রাঙামাটি প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।