ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সড়ক দুর্ঘটনায় উবারযাত্রী বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
সড়ক দুর্ঘটনায় উবারযাত্রী বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় ফাহমিদা হক লাবণ্য (২১) নামে ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি উবার কোম্পানির রাইড শেয়ার করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।  

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বাংলানিউজকে জানান, ওই শিক্ষার্থীর বাসা শ্যামলী এলাকায়।

সেখান থেকে উবারে করে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় হাসপাতালের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুনেছি এ ঘটনায় উবার চালকও আহত আছেন, তবে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। জানার চেষ্টা চলছে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রথম আমরা ছাত্রীটি পাঠাও করে যাচ্ছিলেন বলে জানতে পেরেছি। পরে তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া গেলে রাইড শেয়ারিং অ্যাপস থেকে জানা যায়, তিনি উবারে করে যাচ্ছিলেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।