ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়াইলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
নড়াইলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন

নড়াইল: নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে এ কর্নারের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সহকারী কমিশনারর (ভূমি) নড়াইল সদর মো. আজিমউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সিকদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় মাশরাফি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের বই পড়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু কি ছিলেন, তিনি কি করেছেন সে সর্ম্পকে জানতে পারবেন, আমি বিশ্বাস করি নড়াইলের প্রতিটি স্কুলে এ রকম উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকরা এই শিক্ষাগুলো যদি স্কুল থেকে দিয়ে দেন, তাহলে আমার বিশ্বাস সবাই সততার সঙ্গে বড় হবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।