ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে কলেজছাত্র খুনের ঘটনায় আটক ৪

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
সাভারে কলেজছাত্র খুনের ঘটনায় আটক ৪ খুন হওয়া কলেজছাত্র নাঈম/

সাভার(ঢাকা): সাভারে কলেজছাত্র নাঈম মিয়া (২০) খুনের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে নাঈমের চার বন্ধু শাকিল, মিলন, রিফাতসহ ৪ জনকে আটক করে পুলিশ।

মঙ্গলবার রাতে সাভারের মধ্য রাজাশন এলাকায় সার্ড স্কুলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নাঈম সাভার পৌর এলাকার মধ্য রাজাশন মহল্লার মনির হোসেনের ছেলে। সে এইচএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, নেশা করা নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে মিলন ও শাকিলের মধ্যে সংঘর্ষ হয়। তখন তাদের বন্ধু নাঈম ফেরাতে গেলে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাঈম।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করি। পরে বুধবার সকালে এলাকায় অভিযান চালিয়ে নাঈমের ৪ বন্ধুকে আটক ও ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল পাঠানো হয়েছে।  

বাংলাদেশে সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।