ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রানা প্লাজার নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
রানা প্লাজার নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

সাভার(ঢাকা): সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের মোমবাতি জ্বালিয়ে স্মরণ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন, উদ্ধার কর্মী ও হতাহত শ্রমিকদের স্বজনরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ধসে পড়া ওই ভবনের সামনে মোমবাতি জ্বালিয়ে ও অস্থায়ী বেদিতে ফুল দিয়ে এক মিনিট নীরবতা পালন করে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় নিহতের সংখ্যা অনুযায়ী মোট হাজারেরও বেশি মোমবাতি প্রজ্বলন করা হলে নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কান্নায় ভারী হয়ে পরে রানা প্লাজা এলাকার আকাশ-বাতাস।

এছাড়া নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

মোমবাতি প্রজ্বলন করতে আসা শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা দাবি করেন, রানা প্লাজার জমিটি শ্রমিকদের পুনর্বাসনের জন্য ব্যবহার করতে দিতে হবে।  

তারা আরও দাবি করেন, তাদের আজীবন চিকিৎসা দেওয়া, ঘটনার দিনটিকে শোক দিবস ঘোষণা, হতাহত ও নিখোঁজ পরিবারের শিশুদের লেখাপড়া নিশ্চিত, দোষীদের সর্বোচ্চ শাস্তি, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত, আহত উদ্ধারকর্মীদের চিকিৎসা, স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, হতাহত পরিবারের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad