ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু বুধবার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু বুধবার 

ঢাকা: একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।  

এর আগে গত ৩ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এবারের অধিবেশনের কার্যদিবস হবে অল্প কয়েকদিন। সংক্ষিপ্ত সময়ের জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। এই অধিবেশনের পর শুরু হবে বাজেট অধিবেশন। অর্থাৎ জাতীয় সংসদের আগামী তৃতীয় অধিবেশনে আওয়ামী লীগের এই মেয়াদের সরকারের প্রথম অর্থ বছরের বাজেট পেশ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।