ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে রেণুপোনাসহ আটক ১৮ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
বরিশালে রেণুপোনাসহ আটক ১৮ জনকে জরিমানা

বরিশাল: বরিশালে গলদা চিংড়ির পাঁচ লাখ রেণুপোনাসহ আটক ১৮ জন শ্রমিককে দুই হাজার টাকা করে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

এর আগে ভোরে সদর উপজেলার লাহারহাট সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ট্রলার বোঝাই রেণুপোনাসহ তাদের আটক করে কোস্টগার্ড।

 

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত বাংলানিউজকে জানান, ভোলা থেকে ট্রলার বোঝাই করে গলদা চিংড়ির বিপুল পরিমাণ রেণুপোনা পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল কালাবদর নদী সংলগ্ন লাহারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। ভোরে সন্দেহভাজন একটি ট্রলার আটকের পর তল্লাশি চালিয়ে গলদা চিংড়ির পাঁচ লাখ রেণুপোনা জব্দ করা হয়। পাশাপাশি রেণুপোনা বহনকারী ট্রলারসহ ১৮ জন শ্রমিককে আটক করা হয়।  

পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তার‍া দোষ স্বীকার করায় বিচারক তাদের দুই হাজার টাকা করে ৩৬ হাজার টাকা জরিমানা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।