ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ষণের বিচার চেয়ে মাদ্রাসাছাত্রীর সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
ধর্ষণের বিচার চেয়ে মাদ্রাসাছাত্রীর সংবাদ সম্মেলন

বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় ধর্ষণের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে ওই ছাত্রী। এসময় তার বাবাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ওই ছাত্রী বলে, আমি উপজেলার ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উপজেলার চর মেমানিয়া গ্রামের নূরুল হক গাজীর ছেলে সজিব গাজী প্রায়ই আমাকে উত্যক্ত করতো। গত ৩০ মার্চ সন্ধ্যায় বাড়িতে কোনো অভিভাবক না থাকার সুযোগে সজিব ধর্ষণ করে। এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সজিব পালিয়ে যায়।

অভিযোগ করে ওই ছাত্রী বলেন, এ ঘটনার বিচার চেয়ে স্থানীয় চেয়ারম্যানের কাছে গেলে তিনি ছেলেপক্ষের থেকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ধর্ষণের পরিবর্তে ধর্ষণচেষ্টার মামলা নেয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ধর্ষণের মামলা করা হয়।

সংবাদ সম্মেলন থেকে অভিযুক্ত সজিবের উপযুক্ত শাস্তি দাবি করেছেন ওই মাদ্রাসাছাত্রী।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এমএস/একে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।