ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ওসমানীতে কোটি টাকা মূল্যের স্বর্ণেরবার জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
ওসমানীতে কোটি টাকা মূল্যের স্বর্ণেরবার জব্দ জব্দকৃত স্বর্ণেরবার

সিলেট: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ২০ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট বিজি-২০৬ এর ভেতরে সিটের নিচ থেকে স্বর্ণেরবারগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করেন বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা।

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন এভিয়েশনে কর্মরত গোয়েন্দা সংস্থার এক সদস্য।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।