ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে বাল্যবিয়ের দায়ে কাজীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
গোবিন্দগঞ্জে বাল্যবিয়ের দায়ে কাজীর কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাল্যবিয়ে নিবন্ধণের দায়ে আব্দুল হাদী (৫০) নামে এক কাজীর ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ এ আদেশ দেন।

আব্দুল হাদি উপজেলার কোচাশহর ইউনিয়নের কোচাশহর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে গোপনে শোলাগাড়ী গ্রামের জাকিরুল ইসলামের ছেলে আব্দুল মোমিনের বাল্যবিয়ে নিবন্ধনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা চলছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজী আব্দুল হাদীকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেন।  

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে কাজী আব্দুল হাদীকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।