ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় উন্নয়নকর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় উন্নয়নকর্মী নিহত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আতা ইলাহী (২৮) নামে এক উন্নয়নকর্মী নিহত হয়েছেন।  

সোমবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট বাজারের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আতা উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার মোকতার আহমদের ছেলে।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি সংস্থায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট বাজারের উত্তর পার্শ্বে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়  মোটরসাইকেলে করে আসা উন্নয়নকর্মী আতা ইলাহী নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ঢুকে পড়েন। এতে ঘটনাস্থলেই  আতার মৃত্যু হয়।  

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি ও মোটরসাইকেলটি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।