ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মিঠামইনে জেলেদের মধ্যে নৌকা ও জাল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
মিঠামইনে জেলেদের মধ্যে নৌকা ও জাল বিতরণ ৫০ জেলে পরিবারকে নৌকা ও জাল বিতরণ। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার ৫০টি জেলে পরিবারের মধ্যে একটি করে নৌকা ও জাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।  পরে মিঠামইন থানা ঘাটে গিয়ে জেলেদের হাতে একটি করে ইঞ্জিনচালিত নৌকা ও জাল বুঝিয়ে দেওয়া হয়।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এসব বিতরণের আয়োজন করে।

ম্যানেজমেন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা আয়ুব মিয়ার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, সিজেডএম’র হেড অফ অপারেশন মো. জসিম উদ্দিন ফেরদৌস, মিঠামইন উপজেলা সিজেডএম’র ব্যবস্থাপক মুজিবুর রহমানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।