ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নাগেশ্বরীতে পরিত্যক্ত ১১৫ রাউন্ড গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
নাগেশ্বরীতে পরিত্যক্ত ১১৫ রাউন্ড গুলি উদ্ধার মাটি নিচ থেকে উদ্ধার ১১৫ রাউন্ড গুলি। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় থ্রি নট থ্রি রাইফেলের ১১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের ছিলাখানা ধনীরপাড় গ্রাম থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিলাখানা ধনীরপাড় গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের ছোট ভাই মাহবুব উদ্দিনের বাড়িতে নতুন সেফটি ট্যাংকের জন্য মাটিতে গর্ত খুঁড়ছিলেন কয়েকজন শ্রমিক।

এসময় ১০ ফুট গভীরে কোদালের কোপে একটি মাটির হাড়ি ভেঙে গুলি বেড়িয়ে আসে। পরে থানায় খবর দিলে হাড়ির ভেতর থেকে থ্রি নট থ্রি রাইফেলের পরিত্যক্ত ১১৫ রাউন্ড গুলি ঘটনাস্থল থেকে জব্দ করে পুলিশ।  

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাস বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকায় গুলিগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধ কিংবা পরবর্তী সময়ে গুলিগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।