ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নদীর একইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
নদীর একইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না বক্তব্য রাখছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীকে বাঁচাতে নৌপথের এক ইঞ্চি জমিও দখল করতে দেওয়া হবে না। যারা নদীর জায়গা দখল করার দৃষ্টি দিয়েছেন, তারা দৃষ্টি ফিরিয়ে নেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ১০ হাজার কিলোমিটার নদীপথ খননের পরিকল্পনা নিয়েছেন। এ জন্য ডেল্টা প্লান করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ইলিয়াছ আহমেদ চৌধুরী ফেরিঘাটের ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে, প্রতিমন্ত্রী শিবচরের মৃতপ্রায় ময়নাকাটা নদীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন এবং ময়নাকাটা নদীটির বিভিন্ন স্থান ঘুরে দেখেন। সকালে পৌরসভা এলাকায় ময়নাকাটা নদীর উপর নির্মিত ‘শেখ হাসিনা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, পদ্মাসেতু হয়ে গেলে শিবচরের কাঁঠালবাড়ী থেকে চাঁদপুর নৌরুট বাস্তবায়নের পরিকল্পনা করবে সরকার। দেশের নদী পথগুলো সচল রাখতেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নদীমাতৃক দেশ হিসেবে জনসাধারণ যাতে সড়ক পথের পাশাপাশি নদী পথেও নির্বিঘ্নে চলাচল করতে পারে সে লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। যার কারণে রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নদীগুলো রক্ষার কাজ শুরু করা হয়েছে। অবৈধভাবে যাতে নদী দখল না হতে পারে সেদিকে জিরো ট্রলারেন্স নীতিগ্রহণ করেছে সরকার।

বাংলাদেশ নৌ মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।  

এসময় আরও উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।