ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

৯৯৯- এর ফোন পেয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
৯৯৯- এর ফোন পেয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: ৯৯৯-এর ফোন পেয়ে রাজধানী মিরপুরের পল্লবী থেকে কল্পনা খাতুন (৩৯) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।  

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন বাংলানিউজকে জানান, স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে চলতি মাসের ১৩ এপ্রিল মিরপুরের পল্লবীর ৭ নং সেকশনের ৫ নম্বর রোডের একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া নেন তারা।

সকালে বাড়ির মালিক ওই দম্পতির সঙ্গে কথা বলতে গেলে দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে কল্পনার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তিনি ৯৯৯- এ ফোন দেন, সেখান থেকে খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহ পচন ধরেছিল। কল্পনার স্বামীর নাম মিলন পারভেজ। এ ঘটনার পর মিলন পালিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
 
মিলনের সন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান এসআই শামীম।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।