ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুলিয়ারচরের ৩ মোটরসাইকেল চোর কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
কুলিয়ারচরের ৩ মোটরসাইকেল চোর কারাগারে উদ্ধার হওয়া চোরাই ১৪ মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় চোরাই ১৪টি মোটরসাইকেলসহ গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুরে তিনজনের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা দিয়ে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, শনিবার (২০ এপ্রিল) দিনব্যাপী অভিযানে কুলিয়ারচর উপজেলার জামতলী ও পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর লঞ্চঘাট থেকে মোটরসাইকেলগুলোসহ তাদের আটক করা হয়।


 
গ্রেফতার তিনজন হলেন- সাজন ঘোষ (৩০), ফজিলত (৩৫) ও রতন (৩০)।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।