ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীসহ দেশজুড়ে সতর্কাবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
রাজধানীসহ দেশজুড়ে সতর্কাবস্থা বিশেষ সতর্কতায় পুলিশ/ফাইল ফটো

ঢাকা: শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পরিপ্রেক্ষিতে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২১ এপ্রিল) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ও মুসলিম ধর্মাবলম্বীদের শবে বরাত উদযাপন উপলক্ষে ধর্মীয় উপাসনায়গুলো ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় বাংলাদেশে নাশকতার কোনো আশঙ্কা নেই।

তারপরেও বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বাংলানিউজকে বলেন, শ্রীলঙ্কার ঘটনার প্রভাব আমাদের দেশে পড়ার আশঙ্কা নেই। দেশজুড়ে এমন কোনো হুমকিও নেই। তারপরেও পারর্শ্ববর্তী দেশের এতো বড় ঘটনা গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

শবে বরাত ও ইস্টার সানডে উপলক্ষে বাড়তি নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান ও বারিধারায় আইন-শৃঙ্খলা বাহিনী বাড়তি তৎপর রয়েছে। শ্রীলঙ্কায় বিস্ফোরণের পর কূটনৈতিক এলাকার প্রতিটি পয়েন্টে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।