ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
কুষ্টিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে লাবনী খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শ্বশুরবাড়ির লোকজন এটি আত্মহত্যা করেছে দাবি করলেও তার বাবাবাড়ির লোকজনের হত্যা বলে দাবি করছেন। 

রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর পৌর এলাকার সুলতানপুর গ্রামের তার স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।  

লাবনী খাতুন মিরপুর পৌর এলাকার সুলতানপুর গ্রামের তুহিন আহম্মেদের স্ত্রী এবং একই মহল্লার সুলতান মণ্ডলের মেয়ে।

 

লাবনীর চাচা দানেজ মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরেই ভাতিজী লাবনীর কাছে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন টাকা চাইতো। টাকা না দেওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতনও করতো। লাবনীকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনই অত্যাচার করে মেরে ফেলেছে। এখন তারা বলছে সে আত্মহত্যা করেছে।  

মিরপুর থানার উপ পরিদর্শ (এসআই) লাল চাঁদ জানান, স্থানীয়রা ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।  

এদিকে এ ঘটনার পর থেকে লাবনীর স্বামী তুহিন আহম্মেদ (৩০) পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।