ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
ফুলবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে ফুলবাড়িয়া উপজেলার যমুনারপাড় এলাকায় মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে মা আম্বিয়া খাতুনের (৬০) মৃত্যু হয়েছে।

খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে স্থানীয়রা ঘাতক ছেলে আলম মিয়াকে আটক করে পুলিশের সোপর্দ করে।     

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, মানসিক ভারসাম্যহীন আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সকালে উপজেলার বরুকা নামাপাড়ার আয়মন নদের পাড় থেকে সাইদুল ইসলাম সিফাত (১০) নামে এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিফাত ওই এলাকার ভ্যানচালক এনামুল হকের ছেলে।  

ফুলবাড়িয়া থানার ওসি কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।  

এছাড়া দুপুরে উপজেলার বৈলাজান কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সামনে ব্যাটারিচালিত ভ্যান চাপায় তানহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তানহা উপজেলার শুশুতি এলাকার বাবুল মিয়ার মেয়ে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি কবিরুল।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯ 
এমএএএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad