bangla news

টেকসই উন্নয়নে বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-২০ ৯:২৫:৪৭ পিএম
ডিএসসিই আয়োজিত সেমিনারে বক্তারা। ছবি: বাংলানিউজ

ডিএসসিই আয়োজিত সেমিনারে বক্তারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে বেকারত্ব বাড়ছে। বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে দ্রুত। ডিজিটাল অর্থনীতি বেকারত্ব কমাতে সাহায্য করে। প্রযুক্তিনির্ভর অর্থনীতির কিছু চ্যালেঞ্জ থাকলেও এর মাধ্যমে উন্নয়নের গতি আরও বাড়ানো সম্ভব।
 

শনিবার (২০ এপ্রিল) ঢাকা স্কুল অব ইকোনোমিক্স (ডিএসসিই) আয়োজিত ‘ডিজিটাল ইকোনমি ফোর্থ ইন্ড্রাস্ট্রিয়াল রেভ্যুলেশন অ্যান্ড বিগ ডাটা : ইমপ্যাক্ট অন বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিই গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান বলেন, প্রযুক্তি এগিয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভিন্ন কাজ করা হচ্ছে। ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় অর্থনীতির উন্নয়ন হচ্ছে। প্রযুক্তি উৎকর্ষের মাধ্যমে দারিদ্র্য দূর করতে হবে। প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের পাশাপাশি এর চ্যালেঞ্জগুলোও মাথায় রাখতে হবে। সাইবার আক্রমণের মাধ্যমে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। আবার প্রযুক্তির ব্যবহার বাড়লে বেকারত্বও বাড়তে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে সঠিক নীতিগ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন,  এক শতাংশ মানুষের হাতে বিশ্বের অর্ধেক সম্পদ রয়েছে। এই বৈষম্য কমাতে হবে। প্রযুক্তিনির্ভর অর্থনীতির কারণে যেন কেউ কাজ হারিয়ে বেকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 
 
সেমিনারে আরও বক্তব্য রাখেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনের সহ-সভাপতি সৈয়দ তামজিদ-উর-রহমান, সাবেক অতিরিক্ত সচিব আশরাফুল ইসলাম, ডিএসসিই সহকারী অধ্যাপক রেহেনা পারভীন প্রমুখ।
 
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসসিই’র উদ্যোক্তা অর্থনীতি কোর্সের সমন্বয়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী।
 
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এসই/একে/এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   প্রযুক্তি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-20 21:25:47