bangla news

মাদকবিক্রেতাকে না পেয়ে আসবাবপত্র পোড়ালো পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-২০ ৯:২১:২৫ পিএম
মাদকবিক্রেতার বাড়ির আসবাবপত্র পোড়ানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

মাদকবিক্রেতার বাড়ির আসবাবপত্র পোড়ানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযান চলাকালে চিহ্নিত দুই মাদকবিক্রেতাকে না পেয়ে তাদের বাড়ির আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে পুলিশ।  

শনিবার (২০ এপ্রিল) বিকেলে শহরের দক্ষিণাঞ্চলে এ অভিযান চালানো হয়। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের নলুয়াপাড়ার চিহ্নিত মাদকবিক্রেতা বিটুর বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাকে পাওয়া যায়নি। পরে মধ্য নলুয়াপাড়া এলাকার মাদকবিক্রেতা মিলন চৌধুরী ও রনি চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের না পেয়ে ঘরের আসবাবপত্র বাইরে এনে পুড়িয়ে দেওয়া হয়।

আসবাবপত্র পোড়ানোর ব্যাপারে তিনি বলেন, মাদকের টাকায় ভোগ-বিলাস করা আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
একে/এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   মাদক পুলিশ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-04-20 21:21:25