ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন উদ্বোধন সৈয়দ আশরাফুল স্মৃতি মিলনায়তনের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদে ‘সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তন’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে এ মিলনায়তনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও প্রয়াত সৈয়দ আশরাফুলের ছোট বোন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহদী হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক, নারী নেত্রী বিলকিস বেগম প্রমুখসহ আওয়ামী লীগ নেতারা।

এছাড়াও কিশোরগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে বাবার নামে স্থাপন করা ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক কর্নার’ এর উদ্বোধন করেন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। পরে তিনি উপজেলা পরিষদ সভাকক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মরত কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad