ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উচ্ছেদ অভিযানে পার পেলেন না মেয়রের ভাইও!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
উচ্ছেদ অভিযানে পার পেলেন না মেয়রের ভাইও! অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট সমর কুমার পাল। ছবি: বাংলানিউজ

রাজশাহী: ফুটপাতের ওপর নির্মাণ সামগ্রী রাখার অপরাধে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই এএইচএম সাইদুজ্জামান নিপুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উচ্ছেদ অভিযান চলাকালে তাকে জরিমানা করেন নির্বাহী ম্যজিস্ট্রেট সমর কুমার পাল।

গত ১৫ এপ্রিল থেকে মহানগরীর ফুটপাতসহ অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন।

এর অংশ হিসেবে শনিবারও অভিযানে নামে রাসিক। এসময় মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকায় ফুটপাতের ওপর ইট-বালুসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখার দায়ে মেয়রের ভাই সাইদুজ্জামান নিপুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

এএইচএম সাইদুজ্জামান নিপুন বাংলানিউজকে জানান, আইন অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় তা মেনে নিয়ে সঙ্গে সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এসএস/একে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।