ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় নির্বাচিত ২৭ জনপ্রতিনিধির শপথ পাঠ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
পাবনায় নির্বাচিত ২৭ জনপ্রতিনিধির শপথ পাঠ শপথ পাঠ করছেন জনপ্রতিনিধিরা। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনায় উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানসহ ২৭ জন শপথ নিয়েছেন।

শনিবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান।  

পাবনা জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শপথ পাঠ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম পিপিএম।


শপথ পাঠ করছেন জনপ্রতিনিধিরা।  ছবি: বাংলানিউজ
অনুষ্ঠানে জেলার নয়টি উপজেলার নয়জন চেয়ারম্যান, নয়জন ভাইস-চেয়ারম্যান ও নয়জন সংরক্ষিত মহিলা আসনের ভাইস-চেয়ারম্যানরা শপথ নেন।  

এসময় জেলা আওয়ামী লীগের নেতা, জেলা পর্যায়ের সব কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাবনার নয় উপজেলার ছয়টিতে আওয়ামী লীগ এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।