ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে পুলিশ সদস্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
রাঙামাটিতে পুলিশ সদস্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরহাদ আলম, ছবি: সংগৃহীত

রাঙামাটি: রাঙামাটি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকা থেকে ফরহাদ আলম (২০) নামের এক পুলিশ সদস্যর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ফরহাদ দুই বছর ধরে পুলিশ সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন।

ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। বগুড়া জেলার সোনাতলা থানা এলাকার আব্দুল ওহাবের ছেলে ফরহাদ। স্ত্রীকে নিয়ে পুলিশ কোয়ার্টারে থাকতেন তিনি। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় কয়েকদিন আগে তাকে নিজ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।

এরপর শুক্রবার দিনগত রাতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ধারণা করছে, পারিবারিক সমস্যার কারণে ফরহাদ আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে।

ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।