ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘাটাইলে ট্রাক-অটোরিকশা সংর্ঘষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
ঘাটাইলে ট্রাক-অটোরিকশা সংর্ঘষে যুবক নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে নাইম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।

নিহত নাইম মিয়া কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বরুহা গ্রামের কালাম মিয়ার ছেলে।  

আহতরা হচ্ছেন- অটোরিক্সা চালক ঘাটাইল উপজেলার রসুলপুর গড়জনাপাড়া গ্রামের শামসুল হক (৪৫) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্বকান্দা গ্রামের রোকন মিয়া (৪৫)।


 
শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় সাগরদিঘী-গারোবাজার সড়কের মুরাইদ গ্রামের ‘স’মিলপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় সাগরদিঘী-গারোবাজার সড়কের মুরাইদ গ্রামের ‘স’মিল পাড় নামক স্থানে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী নাইম মিয়া মারা যান। এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।