ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নিরোধ-শান্তা শিক্ষাবৃত্তি পেলো ১০২ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
নিরোধ-শান্তা শিক্ষাবৃত্তি পেলো ১০২ শিক্ষার্থী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হচ্ছে, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের শিক্ষাবৃত্তি ট্রাস্টের আওতায় ১০২ মেধাবী শিক্ষার্থীকে নিরোধ-শান্তা বৃত্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, পুলিশের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, নিরোধ-শান্তা ফাউন্ডেশেনের চেয়ারম্যান নিরোধ বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নির্বাহী সভাপতি অশোক বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি নেত্রসেন বড়ুয়া।

এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ১০২ জনকে বৃত্তি দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককের হাতে ৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।