ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে এক ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
সিদ্ধিরগঞ্জে এক ডাকাত আটক পুলিশের হাতে আটক ডাকাত ইসমাইল মিয়া। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অস্ত্রসহ ইসমাইল মিয়া(২০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি)কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি হারুন অর রশীদ।

এর আগে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনগত মধ্যরাতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ পাকা রাস্তার শেষ মাথায় নবনির্মিত একটি ভবনের ভেতর ডাকাতির প্রস্তুতির নিচ্ছিলো একদল ডাকাত।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ইসমাইল মিয়াকে আটক করা হয়। এসময় আরও ১১জন পালিয়ে যায়। পরে সেখান থেকে দু’টি চাইনিজ কুড়াল, একটি খেলনা পিস্তল ও চারটি ছুরি উদ্ধার করা হয়।

আটক ইসমাইল সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার হুমায়ুন মিয়ার ছেলে।  

আর পালিয়ে যাওয়া ডাকাতরা হলেন- নাদির (৩০) বিষু (২০), আকাশ (২৬), সুজন (১৯), মাসুদ (২০), শাহ আলমসহ (১৪) অজ্ঞাতপরিচয় চার থেকে পাঁচজন।  

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক ইসমাইল। পলাতক ডাকাতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৬০০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
একে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ