ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
মাদারীপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

মাদারীপুর: মাদারীপুরের ধুরাইলে রুমা নামের এক তরুণীকে গলাটিপে হত্যার ঘটনায় তার প্রেমিক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে মাদারীপুরের গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে তাকে ঢাকার শেরেবাংলা নগর থানা এলাকা থেকে আটক করে শুক্রবার সকালে মাদারীপুর নিয়ে আসা হয়।

পুলিশ সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল গ্রামের সিরাজ চোকদারের মেয়ে রুমা আক্তারের সঙ্গে পাশের গ্রাম শিবচর উপজেলার চর বহেরাতলার গ্রামের তোতা মিয়া আকনের ছেলে মিজানুরের মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে।  

মিজানুর বিবাহিত এবং দুই সন্তানের জনক। গত ১১ এপ্রিল রাতের আঁধারে মিজানুর রুমার বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে। এ সময় রুমা তাকে বিয়ের জন্য চাপ দেয় এবং রাজি না হলে চিৎকার করে এলাকার লোকজন জড়ো করার হুমকি দিলে মিজানুর তার গলা টিপে ধরে। একপর্যায়ে রুমার মৃত্যু হলে মিজানুর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান, মোবাইলের কললিস্টের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা পুলিশের এসআই রথীন্দ্রনাথ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান তার প্রেমিকা রুমা আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।