ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের বার্ষিক জেলা সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের বার্ষিক জেলা সম্মেলন

ঢাকা: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ২৩তম বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় হোটেল রেডিসনের গ্র্যান্ড বলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মেলনের কার্যক্রম শুরু হয়।  

বার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধন করেন সংঘটনটির ইন্টারন্যাশনাল ডিরেক্টর কাজী আকরাম উদ্দিন।

সভাপতিত্ব করেন জেলা গভর্নর লায়ন মো. এরশাদ হোসেন রানা।

সম্মেলনে ফ্লাগ প্রদর্শনী করেন লকিস বেগম। এরপর নৃত্য সংগীতের আয়োজন করা হয় অতিথিদের উদ্দেশে।   

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান লায়ন তারিখ আজম, লায়ন ডা. মো. ফারুক, লায়ন নাসিম ইকবাল, লায়ন এ এইচ এম জহিরুল ইসলাম, লায়ন আব্দুল হক।  

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, লায়ন্স ক্লাবস ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর থেকেই নানা সেবামূলক কাজ করে ১০২ বছর অতিবাহিত করেছে মানবতার সেবায়। বর্তমান সরকার দেশের কোনে কোনে অনেক কাজ করছে। কিন্তু সরকারের একার পক্ষেতো আর সব কাজ করা সম্ভব নয়। আপনারা সামাজিক ক্ষেত্রে কাজ করছেন, স্বাস্থ্যসেবায় কাজ করছেন, এগুলো খুবই ভালো উদ্যোগ। তাই আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।  

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে নামাজ এবং চা পানের বিরতি দেওয়া হয়।  

এরপর বিকেলে শুধুমাত্র নির্বাচিত সদস্যদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে এবং আগামী এক বছরের জন্য  নেতৃত্ব নির্বাচন করা হবে। আসা লায়ন এবং অতিথিদের রাতে ভোজের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।

বাংলাদেশের সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।