ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় ইয়াবাসহ কনস্টেবল আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
আশুলিয়ায় ইয়াবাসহ কনস্টেবল আটক

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ৯৯০ পিছ ইয়াবাসহ তাইজু উদ্দিন (কং-১০৯) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কনস্টেবলকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে আশুলিয়ার চাঁনগাও এলাকা থেকে তাকে আটক করে ঢাকা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক তাইজু উদ্দিন গাজীপুর জেলার জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

তিনি সিআইডির উত্তরা কার্যালয়ে কর্মরত।  

পুলিশ জানায়, আশুলিয়ার চাঁনগাও এলাকা থেকে তাইজুউদ্দিনকে সন্দেহভাজন আটকের পর দেহ তল্লাশি করে ৯৯০ পিছ ইয়াবা পাওয়া গেছে। এ সময় নিজেকে বাঁচাতে পুলিশ সদস্য পরিচয় দিলে তার ব্যাপারে খোঁজ-খবর নেয়া হয়। পরে জানা যায় তিনি উত্তরায় কর্মরত সিআইডির একজন কনস্টেবল।

ঢাকা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে বলেন, বিষয়টি ঊধ্বর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশে সময়: ০৫৩৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।