ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে অস্ত্র-গুলিসহ আ’লীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
শাহজালালে অস্ত্র-গুলিসহ আ’লীগ নেতা আটক মোল্লা মুজিবুর রহমান শামীম

বাগেরহাট: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ত্র ও গুলিসহ বাগেরহাটের চিতলমারীর উপজেলার সাবেক চেয়ারম্যান মোল্লা মুজিবুর রহমান শামীমকে আটক করা হয়েছে।

ঘোষণা না দিয়ে অস্ত্র-গুলি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তাকে আটক করে পুলিশ।

এদিকে সাবেক এ উপজেলা চেয়ারম্যানের আটকের খবরে চিতলমারী উপজেলা এলাকায় মিস্টি বিতরণ করেছে স্থানীয় লোকজন।

শামীম চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান।  

শাহজালাল বিমানবন্দরের অ্যাভিয়েশন সিকিউরিটির (অ্যাভসেক) পরিচালক নূর সিদ্দিকী বাংলানিউজকে বলেন, কোনো ঘোষণা ছাড়াই শামীম অস্ত্র ও গুলি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। পরে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের তল্লাশির সময় তার অস্ত্রটি শনাক্ত হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad