bangla news

অষ্টগ্রামে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশু পার্ক’ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-১৮ ৭:২৫:৫৩ পিএম
শিশু পার্কের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

শিশু পার্কের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ শিশু পার্ক’ উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে প্রতিষ্ঠিত শিশু পার্কটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ পার্কটিতে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থাসহ রয়েছে নানা জাতের পশুপাখির ভাস্কর্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খাঁন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্যা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এনটি           

ক্লিক করুন, আরো পড়ুন :   কিশোরগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-04-18 19:25:53