ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
সৈয়দপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 

নীলফামারী: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন ও মমতাজ বেগম।  

অভিযানে সৈয়দপুর পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার ও থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অধিদফতর সূত্রে জানা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে উপজেলা শহরের বিসিক শিল্পনগরী এলাকার রোজি ফুড প্রডাক্টকে ১০ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে উপজেলার হাজারীহাটের অন্তরঙ্গ হোটেলকে ৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে উপজেলার চওড়া বাজারের তাসনিম বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।