ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধলেশ্বরীতে সাড়ে ৮ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
ধলেশ্বরীতে সাড়ে ৮ কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস বাংলানিউজ ফাইল ছবি

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে পাঁচ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার বাজারমূল্যে প্রায় আট কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া একজনকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় পাঁচটি ফিশিং ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।  

মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, মুক্তারপুর এলাকায় মো. তাজবীরের তিনটি, রাজু ও আলম শেখের দুইটি ফিশিং ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় রাজু ও আলমের ফ্যাক্টরিতে কাউকে পাওয়া যায়নি। তবে ফিশিং ফ্যাক্টরির তাজবীরকে আটক করা হয়েছে। পরে তাকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযান শেষে ফ্যাক্টরিগুলো থেকে জব্দ করা জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।