ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নুসরাত হত্যার প্রতিবাদে ফেনী মহিপাল কলেজের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
নুসরাত হত্যার প্রতিবাদে ফেনী মহিপাল কলেজের মানববন্ধন

ফেনী: মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিপাল সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মানববন্ধনটি শুরু হয়। এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করতে করতে মহিপাল মোড়ে এসে জড়ো হয়।

এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।  

এসময় বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সহযোগী অধ্যাপক আবুল বাশার ভূঁঞা, প্রভাষক হাসান মাহমুদ মাহফুজ, একাদশ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান, ছাত্রী মো. শহীদ উল্লাহ রিপন।

একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী জেলার সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সুমন, ফেনী পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম হানিফ, ফেনী পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad