ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে কলেজছাত্রী হত্যার দ্রুত ‌বিচারের দা‌বি‌

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
গাজীপুরে কলেজছাত্রী হত্যার দ্রুত ‌বিচারের দা‌বি‌ শিক্ষার্থীদের সড়ক অবরোধ- বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় প্রকাশ্যে কলেজছাত্রীকে হত্যার দ্রুত বিচারের দা‌বি‌তে বি‌ক্ষোভ ও মানববন্ধন ক‌রেছেন শিক্ষার্থীরা।

বৃহস্প‌তিবার (১৮ এ‌প্রিল) সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু ক‌রেন তারা।

এ সময় শিক্ষার্থীরা হত্যাকারীর ফাঁ‌সির দা‌বি‌তে বি‌ভিন্ন স্লোগান দি‌তে থা‌কেন।

এতে কোনাবাড়ী এলাকায় ক্যাম‌ব্রিজ ক‌লেজ ও লিংকন মি‌লে‌নিয়াম ক‌লেজসহ ‌বি‌ভিন্ন স্কুল ক‌লে‌জের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এ‌দিকে, কিছু সম‌য়ের জন্য ওই সড়‌কে যান চলাচল বন্ধ হ‌য়ে যায়।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শারমিন আক্তার লিজা নামে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে খুন করেন মোস্তাকিম রহমান রাজু নামে তরুণ। নিহত শারমিন কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের ছাত্রী ছিলেন।   ঘটনার পর মোস্তাকিম রহমান রাজুকে আটক করে পুলিশ। আটক মোস্তাকিম কোনাবাড়ী লিংকন মি‌লে‌নিয়াম কলেজের ছাত্র। বৃহস্প‌তিবার নিহ‌তের ভাই সা‌দিম আহ‌ম্মেদ সুজন বাদী হ‌য়ে কোনাবাড়ী থানায় এক‌টি হত্যা মামলা দা‌য়ের ক‌রেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনার পর মোস্তাকিমকে স্থানীয়রা আটক ক‌রে পু‌লি‌শে দেয়। প‌রে ময়না তদ‌ন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় এক‌টি হত্যা মামলা দা‌য়ে করা হ‌য়ে‌ছে।

শিক্ষার্থীরা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়‌কে বি‌ক্ষোভ ক‌রেন। তা‌দের বু‌ঝি‌য়ে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক করার চেষ্টা করা হ‌চ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এ‌প্রিল ১৮, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।