ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দাগনভূঞায় অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের সংর্ঘষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
দাগনভূঞায় অ্যাম্বুলেন্স-কাভার্ডভ্যানের সংর্ঘষে নিহত ১ দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর দাগনভূঞায় অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংর্ঘষে সাগর (৩০) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে ফেনী-নোয়াখালী মহাসড়কের রামনগর ইউনিয়নের রুপনগর কাবাব হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর অ্যাম্বুলেন্সের হেলপার।

তিনি দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের সুমনের ছেলে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ পাঠান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সটি উদ্ধার করছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।