ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বোদায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
বোদায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় বিআরটিসি যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু ছাইদ (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বোদা পৌর এলাকা বাইপাস মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত ছাইদ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের বাসিন্দা।

তিনি বোদা প্রাইভেট ফার্ম কাজী ফিডস মিলের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ছাইদ। পঞ্চগড় থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বোদা বাইপাস মোড় এলাকায় পৌঁছলে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিআরটিসি’র ওই ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।