ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রান্তিক লেকে ভাসছে বন্যহাতির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
প্রান্তিক লেকে ভাসছে বন্যহাতির মরদেহ প্রান্তিক লেকে ভাসছে বন্যহাতির মরদেহ

বান্দরবান: বান্দরবান সদরের পর্যটন কেন্দ্র প্রান্তিক লেকে একটি বন্যহাতির মরদেহ ভেসে উঠেছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে লেকের আশপাশের বাসিন্দারা ভেসে ওঠা হাতির মরদেহটি দেখতে পেয়ে প্রশাসনকে জানায়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নে জেলা প্রশাসনের পরিচালনাধীন প্রান্তিক লেকে হাতিটির মরদেহ ভেসে উঠেছে বলে স্থানীয়রা আমাদেরকে খবর দেয়।

খবর পেয়ে বন বিভাগ এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

সুয়ালক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ আলম জানান, প্রান্তিক লেক এলাকায় প্রায় সময় বন্য হাতির দল ঘোরাফেরা করে। তারা লোকালয়ে হানা দিয়ে বসতবাড়ি এবং ফসলি জমির ক্ষতি করে।

বান্দরবান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. খায়রুজ্জামান বাংলানিউজকে জানান, বন্যহাতিটির মরদেহ সরানোর জন্য বন বিভাগসহ আমরা কাজ করছি। বিকেলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ সাহা জানান, খবর পেয়ে আমাদের রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা হাতিটির মরদেহ লেক থেকে সরানোর ব্যবস্থা নিচ্ছেন। হাতিটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।