bangla news

শরীয়তপুরে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-১৭ ৭:৩৫:৪৭ পিএম
পানিতে ডুবে নিহত দুই শিশু। ছবি: বাংলানিউজ

পানিতে ডুবে নিহত দুই শিশু। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তামজীদ (৬) ও তাহসিন (৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নে বাইশরশি গ্রামে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। তামজীদ একই গ্রামের আবুল বাশার বেপারীর ছেলে ও করিম বেপারীর ছেলে তাহসিন।

স্থানীয়রা জানায়, দুপুরে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় তামজীদ ও তাহসিন। পরে তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজ শুরু করে। একপর্যায়ে ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। 

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   পানিতে ডুবে মৃত্যু শরীয়তপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-04-17 19:35:47