ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নুসরাত হত্যা: জড়িতদের বিচার দাবিতে সোনাগাজীতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
নুসরাত হত্যা: জড়িতদের বিচার দাবিতে সোনাগাজীতে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে সোনাগাজীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সোনাগাজী প্রেসক্লাবে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোনাগাজী প্রেসক্লাব এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।

এতে প্রেসক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি জাবেদ হোসেন মামুন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. হিজবুল্লাহ, মোতাহের হোসেন ইমরান, সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস সুমন, সদস্য আমজাদ হোসেন নাহিদ, মো. আলমগীর হোসেন, হাবিবুল ইসলাম রিয়াদ, মো. আবু তাহের, মেজবাউল হুদা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ থেকে সব অধ্যক্ষ সিরাজ উদ-দ্দৌলাসহ রাফি হত্যাকাণ্ড জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।