ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে খাগড়াছড়িতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে খাগড়াছড়িতে র‌্যালি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের শাপলা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

পরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা হয়। এতে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ইদ্রিসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
 
এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, জেলা সমাজসেবা উপ-পরিচালক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৯
এডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।